অ্যাকসেসিবিলিটি লিংক

বেলারুশের সঙ্কটে নুতন মোড়, ক্রেমলিন ও পশ্চিমি দেশগুলির উদ্বেগ 


১১ সপ্তাহব্যাপী বিক্ষোভের পর, বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো, রবিবার মধ্যরাতে ক্ষমতা ছেড়ে দেবার জনগণের চূড়ান্ত সময়সীমা প্রত্যাখ্যান করলে, বেলারুশ সঙ্কটের এক নুতন মোড় নেয়I

বিতর্কিত নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী, সিভেৎলানা শিখায়নুয়েস্কায়া, যিনি পরিবারের নিরাপত্তার কারণে পার্শ্ববর্তী দেশ লিথুয়ানিয়ায় আশ্রয় নেন, সেখান থেকেই তিনি তার দেশবাসীকে সোমবার থেকে সারা দেশজুড়ে রাস্তায় পথোবন্ধকতা, কাজকর্ম বন্ধ রাখা, সরকারি দোকানপাট ও পরিসেবা বর্জন এবং ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেবার ডাক দিয়েছেনI

বেলারুশের পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে ক্রেমলিন ও পশ্চিমি অন্যান্য দেশসমূহ I প্রেসিডেন্ট পুতিন চান না ২০১৪ সালে ইউক্রেইনে এবং এমাসের শুরুতে কিরগিজস্তানের মতো আরো একটি প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রের কোনো রাষ্ট্র প্রধানের পতনI

কারণ নিজের দেশ, রাশিয়াতে বিভিন্ন শহরে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ এখন দানা বেঁধে উঠছেI

XS
SM
MD
LG