বেলজিয়ামে পুলিশ গত রাত এবং আজ সকালে দেশব্যাপী বহু বাড়িতে হানা দিয়ে সন্দেহভাজন ১২ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এক বিবৃতিতে সেখানকার ফেডারেল কৌঁশুলি দপ্তর একথা জানিয়েছে।
সরকারী কৌঁশুলি দপ্তর বলেছে পুলিশ প্রধানত ব্রাসেলস এর আশপাশের ১৬টি পৌর এলাকার ঘর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এদের মধ্যে পরে ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
ঐ বিবৃতিতে বলা হয় যে বড় রকমের কোন ঘটনা ছাড়াই পুলিশ এই অভিযান চালিয়েছে।
মার্চ মাসে ব্রাসেলস বিমান বন্দর এবং পাতাল রেলে আক্রমণের পর দেশটিতে এখনও সন্ত্রাসের বিরুদ্ধে সতর্কতা জারি রয়েছে। ঐ ঘটনায় ৩২ জন প্রাণ হারায়।