অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার সংঘাত বন্ধে জার্মানির কূটনৈতিক প্রয়াস


লিবিয়ায় সামরিক সংঘাত বন্ধের লক্ষ্যে জার্মানি, বার্লিনে বিশ্ব নেতাদের সম্মেলনের আয়োজন করেছে I এই কূটনৈতিক প্রয়াসের লক্ষ্য সংঘাতে বিদেশী হস্তক্ষেপ বন্ধ করা, যুদ্ধবিরতির পুরোপুরি বাস্তবায়ন এবং লিবিয়ার ভাগ্য নির্ধারণে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা I বার্লিন সম্মেলনে জার্মানির চ্যান্সেলর, আঙ্গেলা মার্কেল ১৩টি দেশের নেতৃবর্গ ,জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকি ইউনিয়ন ও আরব লীগের নেতাদের সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন I

লিবিয়ার সংঘাত বন্ধে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুটেরেজ এবং জাতিসংঘে লিবিয়ার শীর্ষ কূটনীতিক, ঘাসান সালামে যে প্রয়াস চালাচ্ছেন জার্মানির এই উদ্যোগ তা জোরদার করবে I


XS
SM
MD
LG