অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত বাংলাদেশ ভূটান নেপালের মধ্যে অবাধে মোটর যান চলাচলের চুক্তি সাক্ষরিত হয়েছে


ভারত বাংলাদেশ ভূটান নেপালের মধ্যে অবাধে মোটর যান চলাচলের জন্যে থিম্পুতে চারদেশের পরিবহন মন্ত্রীরা চুক্তি সাক্ষর করেছে বলে ভারত সরকার সূত্রের খবর। এসম্পর্কে একটি যৌথ বিবৃতিও জারি করা হয়েছে বলে খবর।

ভারতের বিদেশ মণ্ত্রণালয়ের থেকে জারি করা এক প্রেস বিবৃতিতে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।ভারতের পক্ষে এই চুক্তিতে সাক্ষর করেছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি।বাংলাদেশের পক্ষে ছিলেন সেদেশের মন্ত্রী ওবাইদুল কাদের সহ ভুটান ও নেপালের মন্ত্রীরা।এই চুক্তি সাক্ষরের পর কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী জানান চার দেশের মধ্যে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরী হল।

এই চুক্তির ফলে চার দেশের মধ্যে বাণিজ্য ও জনতার চলাচল বেড়ে এক সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ হওয়া যাবে।চার দেশের যৌথ বিবৃতি অনুযায়ী এই চুক্তি বাস্তবায়নের ফলে দক্ষিণ এশিয়ায় বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাবে ষাট শতাংশ এবং এই অঞ্চল থেকে বিশ্ব বাণিজ্য বাড়বে প্রায় ত্রিশ শতাংশ।

এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG