অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত আলোচনা আবার শুরু করার কথা ঘোষণা করেছে বাইডেন প্রশাসন


যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন ভারতের সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত আলোচনা আবার শুরু করার কথা ঘোষণা করেছে। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় এই আলোচনা প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের নতুন অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী আলেহান্দ্রো মায়োরকাস সোমবার ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধুর সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন। তার পর গতকাল মায়োরকাসের অফিস থেকে তাঁদের আলোচনার বিবরণ পাঠ করে শোনানো হয়। তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলতে আগ্রহী।

দুই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রক এই সংক্রান্ত বিভিন্ন দিক, যেমন আধুনিক যন্ত্রপাতি নিয়ে তথ্য আদান প্রদান করবে। সাইবার অপরাধ, জঙ্গি তৎপরতা ইত্যাদি মোকাবিলার জন্য একসঙ্গে কাজ করবে। ওবামা প্রশাসনের আমলে ২০১১ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছিল। বেশ কয়েক বছর তা নিয়মিত ব্যবধানে চলার পর ডোনাল্ড ট্রাম্পের আমলে এটি বন্ধ করে দেওয়া হয়। বাইডেন প্রশাসন কিন্তু এর গুরুত্ব বুঝে আবার এই প্রক্রিয়া চালু করতে চলেছে। এক জন মন্ত্রীর সঙ্গে একজন রাষ্ট্রদূতের আলোচনা যে নেহাতই রুটিন বৈঠক নয়, তা বোঝানোর জন্য ওই আলোচনার খুঁটিনাটি বিবরণ পাঠ করে শোনানো হয়েছে, যা সচরাচর করা হয় না।

XS
SM
MD
LG