অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর প্রেসিডেন্ট ভার্চুয়াল আলোচনায় মিলিত হলেন 


প্রেসিডেন্ট বাইডেন সোমবার, মেক্সিকোর প্রেসিডেন্ট, আন্দ্রেস ম্যানুয়াল লোপেজ ওব্রাডরের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় বৃহত্তর দেয়াল প্রসঙ্গ নয়, দুটি দেশের সম্পর্ক ঝালাই করার প্রয়াস চালানI প্রেসিডেন্ট বাইডেন বলেন, দীর্ঘদিন ধরে পাশাপাশি থাকা, দুটি দেশের সুষ্ঠূ প্রতিবেশী হিসাবে অবস্থান কোনোদিন ভালো ছিল নাI

তবে তিনি প্রেসিডেন্ট ওব্রাডোরকে জানান, আমরা একত্রে কাজ করার বেলায় নিরাপদ, তা সে আমাদের যৌথ সীমান্ত বিরোধ, বা মহামারীকে নিয়ন্ত্রণের বেলায় হোক I
প্রেসিডেন্ট বাইডেন বলেন, ওবামা প্রশাসনে, ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমরা মেক্সিকোকে সমান অংশীদার বা মিত্র হিসাবে দেখতামI

প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডোর, প্রেসিডেন্ট বাইডেনকে সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক রচনার প্রয়াস রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, স্বায়ত্তশাসন ও স্বাধীনতার ওপর ভিত্তি করে আমাদের, আরো শান্তি ও সমৃদ্ধির জন্য সহযোগিতা করে যেতে হবেI

XS
SM
MD
LG