অ্যাকসেসিবিলিটি লিংক

কতিপয় নির্বাহী আদেশে সই করলেন প্রেসিডেন্ট বাইডেন


প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণ করার কয়েক ঘন্টার মধ্যেই একাধিক নির্বহী আদেশে স্বাক্ষর করেন এবং প্রেসিডেন্ট হিসেবে অন্যান্য দ্বায়িত্ব সম্পাদন করেন। এগুলোর মধ্যে ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আবার সম্পৃক্ত হওয়া, প্যারিস জলবায়ু চুক্তিতে আবার যোগ দেওয়া, বেশ কিছু প্রধানত মুসলিম দেশগুলো থেকে লোকজন যুক্তরাষ্ট্রে আসা নিষিদ্ধ বিষয়ক ট্রাম্পের আদেশ বাতিল করা, যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য দূর করার বিষয়টি এগিয়ে নিতে সরকারী প্রচেষ্টা শুরু করা, যারা শিশু হিসেবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল তাদের সুরক্ষা ব্যবস্থা জোরালো করা এবং করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরে আমেরিকানদের তাদের দেশপ্রেমমূলক দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো। তা ছাড়া বাইডেন যুক্তরাষ্ট্রে-মেক্সিকো সীমান্ত বরাবর দেয়াল নির্মাণ বন্ধ করেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিক যারা নন তাদেরকে যুক্তরাষ্ট্রের জনগণনা থেকে বাদ দেওয়ার ট্রাম্পের আদেশও তিনি বাতিল করেন।

গতকাল বিকেলে ওভাল অফিসে পৌঁছে বাইডেন বলেন যে, ট্রাম্প তাঁর জন্য একটি অত্যন্ত উদার চিঠি রেখে গেছেন তবে বাইডেন বিস্তারিত আর কিছু জানাননি, বলেছেন চিঠিটি ব্যক্তিগত। পরে সন্ধ্যায় প্রেস সচিব জেন সাকি প্রশাসনের প্রথম সংবাদ সম্মেলন করেন এবং জোর দিয়েই বলেন যে, প্রশাসন অবাধ সংবাদ মাধ্যমকে সম্মান করে এবং স্বচ্ছতায় প্রতিশ্রুতিবদ্ধ। বাইডেন বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সুনাম ফিরিয়ে আনার জন্য কি ভাবে পরিকল্পনা করছেন এই প্রশ্নের জবাবে সাকি বলেন, বিশ্বে আমাদের মৈত্রী ও সহযোগিতা পুননির্মাণ হচ্ছে তাঁর অগ্রাধিকার ।

XS
SM
MD
LG