অ্যাকসেসিবিলিটি লিংক

প্রতিরক্ষা প্রশ্নে নেটো মিত্রদের কাছে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন প্রেসিডেন্ট বাইডেন


উত্তর অতলান্তিক চুক্তি সংস্থা বা নেটো, ব্রাসেলসে সোমবার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনসহ অন্যান্য নেতাদের সঙ্গে তাদের কৌশলগত বিষয়বস্তু ও নির্দেশনা পৰ্য্যালোচনা করতে চলেছেI

নেটো সংস্থা, ২০১০ সালে সর্বশেষ তাদের উদ্দেশ্যমূলক লক্ষ্য নবায়ন করেছিলI নেটো'র মহাসচিব, জেন্স স্টলটেনবার্গ বলেন, তারপর থেকে সংস্থাটি বহু নিরাপত্তা চ্যালেঞ্জ ও হুমকির মুখেI

উদাহরণস্বরূপ, নেটো'র বর্তমান কৌশলগত দলিলে একটি শব্দ দিয়েও চীনের কোনো উল্লেখ নেই এবং জলবায়ু পরিবর্তনের বিষয় সামান্যই উল্লেখ রয়েছেI তিনি বলেন, নিঃসন্দেহে রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আগেকার চাইতে এখন ভিন্নতরI মহাসচিব স্টলটেনবার্গ বলেন, উন্নততর সাইবার হামলা ও অন্যান্য চ্যালেঞ্জের কারণে, শীতল যুদ্ধের পর, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক এখন সর্বোচ্চ নিম্নস্তরেI

প্রাক্তন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্পের মেয়াদকালে নেটো তাদের কৌশলগত নীতি পরিবর্তনের কোনো আলোচনা চালায় নিI প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক জোটের নেতাদের সঙ্গে সম্পর্ক মধুর ছিল না, কারণ তিনি প্রায়শই তাদের কাছে ব্যায়ভার বাবদ 'দেয়' অর্থ দেবার কথা জানাতেন, যা ছিল নেটো'র মিলিত প্রতিরক্ষা অনুচ্ছেদঃ ৫'র পরিপন্থীI

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান, বলেন, প্রেসিডেন্ট বাইডেন, সোমবার নেটো সম্মেলনে সম্মিলিত নিরাপত্তা ও নেটো'র মিলিত প্রতিরক্ষা অনুচ্ছেদঃ ৫'র প্রতি গুরুত্ব আরোপ করবেনI

নেটো মহাসচিব বলেন, জলবায়ু পরিবর্তন ও অস্ত্র নিয়ন্ত্রণের মতো বিষয়ে চীনের সঙ্গে সহযোগিতার করার সুযোগ থাকলেও,নেটো সাম্প্রতিক সময়ে চীনের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি ও দমনমূলক আচরণ প্রত্যক্ষ করেছেI

XS
SM
MD
LG