অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেছেন “আন্তর্জাতিক সমাজকে” রুশ আগ্রাসনের মুখে রুখে দাড়াতে হবে


U.S. Vice President Joe Biden, left, and Ukrainian President Petro Poroshenko pose for a photo after a joint press conference in Kyiv, Ukraine, Jan. 16, 2017.
U.S. Vice President Joe Biden, left, and Ukrainian President Petro Poroshenko pose for a photo after a joint press conference in Kyiv, Ukraine, Jan. 16, 2017.

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন “আন্তর্জাতিক সমাজকে” রুশ আগ্রাসনের মুখে রুখে দাড়াতে হবে। তিনি নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি ইউক্রেনের এক দৃঢ় সমর্থক ও শরিক হওয়ার আহ্বান জানান।

সোমবার কিয়েভে তিনি ওই মন্তব্য করেন। বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোর পাশে দাড়িয়ে উল্লেখ করেন যে ওই দেশকে দুর্নীতি ও ক্রেমলিনের অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে লড়তে হচ্ছে।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে এটাই হবে কিয়েভে বাইডেনের শেষ সরকারি সফর। তিনি তার ভাষণে আরও বলেন বিদায়ী ওবামা প্রশাসনের অধীনে ইউক্রেনের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হযেছে।

XS
SM
MD
LG