অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত সংলাপে দুটি দেশের সহযোগিতার উপর জোর দিয়েছেন


যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন চীনের সঙ্গে বার্ষিক কৌশলগত ও অর্থনৈতিক সংলাপের সূচনায় বলেছেন যে উদ্বেগের বিষয়গুলো সমাধানে উভয় দেশের পারস্পরিক সাফল্যের ওপর নির্ভর করছে আজকের পৃথিবী। ওয়াশিংটন এবং বেইজিং এর মধ্যে মতপার্থক্যের বিষয়টি খোলাখুলি তুলে ধরে মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট বলেন যে এই বৈঠকেই আমরা সব সমস্যার সমাধান করতে যাচ্ছি না তবে নিস্পত্তির দিকে কাজ করার জন্য আমাদের প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা নিরাপত্তা বিষয়ে দুদিন ব্যাপী মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু করেছে। এই বৈঠককে জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাস বিরোধীতা বিষয়ে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার সুযোগ বলে বর্ণনা করা হচ্ছে। এই বৈঠকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের দ্বীপ গঠনের ব্যাপারে দ্বিমতের উপর আলোকপাত করা হয়।

চীনের উপ প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং এ ব্যাপারে একমত হন যে বিশ্বের দুটি বড় অর্থনীতি সব ব্যাপারে এক মত নয় এবং এটা ও স্বীকার করেন যে কোন কোন ইস্যুতে সহমত এখন ও আমাদের বিভ্রান্ত করে।তবে ওয়াং জোর দিয়েই বলেন যে সংঘাতের চেয়ে সংলাপ সব সময়ে উত্তম।

XS
SM
MD
LG