আল কাইদার সাবেক মুখপাত্র, ওসামা বিন লাদেনের জামাতাকে নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করার কথা রয়েছে। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছ।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন শুক্রবার সুলায়মান আবু ঘাইতের শুনানি শুরু হবে তবে আদালতের প্রক্রিয়ার প্রথম ধাপটি হয়তো দীর্ঘায়িত হবে।
তিনি যদি দোষী সাব্যস্ত হন তবে তার যাবত জীবন কারাদন্ড হবে।
আবু ঘাইত দু-হাজার এক সালের সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে এ আক্রমনের প্রধান পরিকল্পনাকারীর একজন যিনি বিন লাদেনের ঘনিষ্টতম আত্মিয়। ঐ আক্রমণে প্রায় ৩ হাজার মানুষ মারা যায়।
ইন্টারনেটে ভিডিও চিত্রে দেখা গিয়েছে যে আবু ঘাইত ঐ আক্রমনে আনন্দ প্রকাশ করেছেন এবং হুশিয়ার করে বলে ছিলেন আলকাইদার অধিকার রয়েছে আরো লক্ষ লক্ষ আমেরিকানদের হত্যা করার।
সম্প্রতি জর্ডান থেকে আবু ঘাইতকের আটোক করার জন্য নিউ ইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান বৃহস্পতিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরোএর সদস্যাদের কৃতিত্ব দেন।