অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের কেরালায় বার্ড ফ্লু নির্মূল অভিযান


ভারতের কেরালা রাজ্যে বার্ড ফ্লু বা এভিয়ান ফ্লু নির্মূলের লক্ষ্যে তিনদিনের পাখি ও মোরগ-মুরগি নিধনের কর্মীসূচি নেয়া হয়েছেI বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় যে, এভিয়ান ফ্লু বিশেষতঃ পাখি ও মোরগ-মুরগির ভেতরে ছড়িয়ে থাকেI তবে মানুষকেও তা প্রভাবিত করতে পারে, যার জেরে শ্বাসকষ্ট, সংক্রমণ, সর্দি, কাশি ও নিউমোনিয়া হতে পারেI

অনেক ক্ষেত্রে সংক্রমণের কারণে মৃত্যুও হতে পারেI

XS
SM
MD
LG