অ্যাকসেসিবিলিটি লিংক

কৃষকদের প্রাপ্য অধিকার অর্জনের জন্য প্রাণপণ লড়াই করবে বিজেপি-দিলীপ ঘোষ


Dilip Ghosh
Dilip Ghosh

প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে রাজ্যের কৃষকদের৷ এই অধিকার অর্জনের জন্য প্রাণপণ লড়াই চালাবে বিজেপি৷

মঙ্গলবার কিষাণ মোর্চার ডাকে পশ্চিমবঙ্গ বিধানসভা অভিযানে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ পাশাপাশি, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে৷’ প্রসঙ্গত বলা যেতে পারে রাজ্য সরকারের বিরুদ্ধে কৃষক বঞ্চনার অভিযোগ তুলে মঙ্গলবার বিক্ষোভ মিছিলের ডাক দেয় বিজেপির কৃষক মোর্চা৷ এদিন সংশ্লিষ্ট বিক্ষোভ মিছিলে পা মেলান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, কিষাণ মোর্চার সভাপতি রামকৃষ্ণ পাল-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব৷ রাজ্য সরকারের বিভিন্ন ভ্রান্ত নীতিতে কৃষকরা অসুবিধার মুখে পড়ছে বলে অভিযোগ করেন বিজেপি নেতারা৷ এদিন রাজ্য বিজেপি দপ্তর থেকে শুরু করে ধর্মতলা হয়ে রানি রাসমণি রোডে শেষ হয় কিষাণ মোর্চার এই বিক্ষোভ মিছিল৷ সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি সমর্থকরা৷ ভাঙার চেষ্টা করেন ব্যারিকেড৷ কিন্তু প্রশাসনের তৎপরতায় বেশিক্ষণ স্থায়ী হয়নি উত্তপ্ত পরিস্থিতি৷ মিছিলের মোকাবিলা করতে প্রথম থেকেই প্রস্তুত ছিল পুলিশ৷ শীর্ষ আধিকারিকদের তত্ত্বাবধানে দ্বিস্তরীয় নিরাপত্তার বলয় তৈরি করা হয় রানি রাসমণি রোডে৷ প্রথমে ব্যারিকেড ও তারপর গার্ডরেলের ব্যবস্থা করা হয়৷ নিয়োগ করা হয় প্রচুর পুলিশ কর্মী৷ মিছিল শেষে বিজেপি নেতারা বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে যান ৷ কিন্তু আগাম অনুমতি না থাকায় তাঁদের বিধানসভায় যেতে দেননি পুলিশ আধিকারিকরা৷

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষরায়ের প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG