অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের নির্বাচনের ভোটগ্রহণের তল্লাশির সময় লক্ষাধিক টাকা-সহ গ্রেপ্তার বিজেপি নেতা


দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণের দু’দিন আগে নাকা তল্লাশির সময় লক্ষাধিক টাকা-সহ গ্রেপ্তার বিজেপি নেতা৷

সংশ্লিষ্ট সূত্রের সূত্রের খবর গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নাকা তল্লাশির সময় রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের জয়নগরের বকুলতলা এলাকার বুড়োগাট থেকে সাদা রঙের একটি জাইলো গাড়িকে প্রথমে আটক করে পুলিশ৷ গাড়িটির তল্লাশি নিতে চায় তাঁরা৷ জানতে পারেন গাড়িতে সওয়ার ব্যক্তিরা বিজেপি নেতা-নেত্রী৷

এরপরই গাড়িতে সওয়ার যাত্রীদের সঙ্গে তাঁদের বচসা বাধে পুলিশের৷ কিন্তু অবশেষে তল্লাশি চালাতে দিতে বাধ্য হন ওই বিজেপি নেতারা৷ জানা গেছে, তল্লাশির সময়ই গাড়ি থেকে ২০০০ টাকার নোটের সর্বমোট ২৪ লক্ষ ১২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ৷ বিজেপির উত্তরীয়তে মোড়া ছিল বিপুল পরিমাণ টাকা৷ পুলিশ সূত্রে খবর, নির্বাচনের আগে এক সঙ্গে এত পরিমাণ টাকা কী কারণে নিয়ে যাচ্ছিলেন, সেই প্রশ্নের কোনও সঠিক উত্তর দিতে পারেননি ওই বিজেপি নেতারা৷ এরপরই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে৷

প্রসঙ্গত বলা যেতে পারে সপ্তম দফার ভোট সুষ্ঠ ও অবাধ নির্বাচনের লক্ষ্যে কড়া নিরাপত্তার বন্দবস্ত করেছে নির্বাচন কমিশন৷ রাজ্যের সপ্তম দফার ভোটে যে নটি লোকসভা কেন্দ্রে আগামী উনিশে মে ভোট অনুষ্ঠিত হতে চলেছে সেইসব লোকসভা কেন্দ্রের ই প্রত্যেক পয়েন্টে পয়েন্টে তাই নাকা তল্লাশির ব্যবস্থা কার্যকর করা হচ্ছে বলেই প্রশাসন সূত্রে খবর৷

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG