অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ


পশ্চিমবঙ্গে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে এক মহিলার। গজলডোবার বাসিন্দা আরেক মহিলাও একই সংক্রমণে মারা গেছেন।জানা গেছে, ওই মহিলা শিলিগুড়ির প্রধাননগরের বাসিন্দা। সম্প্রতি তাঁর চোখে সমস্যায় দেখা দেয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার সময় জানা যায় তিনি মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। উত্তরবঙ্গে প্রথম ওই মহিলার শরীরেই বাসা বাঁধে ছত্রাক। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর অস্ত্রোপচার করা হয়। ছত্রাক বাসা বাঁধায় ডান চোখ এবং মুখের বেশিরভাগ অংশ বাদ দেওয়া হয়েছিল তাঁর। তারপর থেকে লাগাতার ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি।

পশ্চিমবঙ্গে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ
please wait

No media source currently available

0:00 0:01:11 0:00
সরাসরি লিংক

এদিকে, গজলডোবার বাসিন্দা এক মহিলাও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে আজ বুধবার মারা গেছেন।প্রসঙ্গত বলা যেতে পারে রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্তের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। বাঁকুড়াতে গতকাল মঙ্গলবার মৃত্যু হয়েছে একজনের। বিশেষজ্ঞদের মতে, মূলত মাত্রাতিরিক্ত স্টেরয়েড ব্যবহারের ফলে করোনা রোগীর শরীরে অনেক বেশি সক্রিয় হয়ে উঠছে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস।

XS
SM
MD
LG