অ্যাকসেসিবিলিটি লিংক

জনসম্পৃক্ত আরও কর্মসূচি গ্রহণ করবে বিএনপি: মির্জা ফখরুল


গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিএনপি দু’ঘন্টার জন্য অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে। ঢাকায় গত ৯ মাসের মধ্যে এই প্রথম কোন খোলাস্থানে নির্বিঘ্নে বিএনপি কোন কর্মসূচি পালন করতে পেরেছে।

রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অবস্থান কর্মসূচিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নেই বলেই সরকার গণবিরোধী, অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে; গ্যাস কোম্পানীগুলোর ব্যবসা বৃদ্ধির করার লক্ষ্যে। তিনি সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানান।
মির্জা ফখরুল ভবিষ্যতেও জনসম্পৃক্ত আরও কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছেন।
এদিকে, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এক সংবাদ সম্মেলনে গ্যাসের মূল্য না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বলেছে, ইতোমধ্যে তাদের উৎপাদন খরচ ১৭ শতাংশ বেড়ে গেছে। গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে তা আরও বাড়বে এবং এতে তৈরি পোশাক শিল্পের রফতানি সক্ষমতা অনেক কমে যাবে। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG