অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমধ্য সাগরে নৌ-যান ডুবে ৯জন অভিবাসীর মৃত্যু 


শুক্রবার ভোরের দিকে ভূমধ্য সাগরে অভিবাসী বোঝাই একটি নৌ-যান ডুবে গিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম জানিয়েছে যে তারা এ পর্যন্ত নয় জনের মৃতদেহ উদ্ধার করেছে ডুবে যাওয়া নৌকো থেকে এ পর্যন্ত ৩৪২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে কাঠের তৈরী ঐ নৌ যানটিতেঅন্তত ৭শর মত অভিবাসী ছিল।

শুক্রবার দিনের প্রথম ভাগে ঘটনাটি ঘটে। গ্রীসে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্রীক্রিস্টিন নিকোলাইডু ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন যে সকালের দিকে ঐ নৌকো থেকে সেইভ আওয়ার সোলস বা SOS সংকেত পাঠানো হয়ে।

গ্রীসের সমুদ্র তীরবর্তী অঞ্চল ক্রিট থেকে প্রায় ৭০ মেইল দূরে দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ মানুষের উদ্ধার তৎপরতায় গ্রিসে কোস্ট গার্ডের ১টি জাহাজসহ মোট ৫টি জাহাজ, এবং ১টি হ্যালিকাপ্টার নিয়োজিত রয়েছে। গ্রীসের কর্তৃপক্ষই প্রধানত ঐ অনুসন্ধানের কাজ চালিয়ে যাচ্ছে।

XS
SM
MD
LG