নাইজেরিয়ার উগ্রপন্থী দল, বোকো হারাম প্রথমবারের মত চাদের একটি গ্রামে হামলা চালিয়েছে। এনিয়ে তাদের আগ্রাসন ছড়িয়ে পড়ল ৪টি দেশে।
চাদের কর্মকর্তারা বলছেন, গুবুয়া গ্রামে শুক্রবার ভোরের সহিংসতায় গ্রামের প্রধানসহ অন্তত ১২জন মারা গেছে। শুক্রবার ভোরে ৪টি মোটরচালিত নৌকোয় চড়ে, জঙ্গীরা চাদ লেইক অতিক্রম করে।
চাদের সামরিক বাহিনী তাদের তাড়িয়ে দিতে সক্ষম হয়। যদিও যাবার আগে তারা গ্রামের কয়েকটি জায়গায় আগুন লাগিয়ে দেয়।
চাদের লেইক অঞ্চলের গভর্নর বায়ানা কোসিংগার বলছেন, ঐ সংঘাতে দুজন সেনা, ৫জন অসামরিক নাগরিক এবং ৫জন জঙ্গী মারা গেছে।