অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ার মাইদুগুরি শহরে আবারো হামলা করেছে বোকো হারাম জঙ্গী গোষ্ঠি


নাইজেরিয়ার মাইদুগুরি শহরে আবারো হামলা করেছে বোকো হারাম জঙ্গী গোষ্ঠি। ঐ শহরে জঙ্গী মোকাবেলায় নতুন করে অভিযান চালাতে সরকারী বাহিনী একটি ঘাটি গেড়েছিল।

খবরে বলা হয় মঙ্গলবার বোকো হারাম যোদ্ধারা গ্রেনেড হামলা চালায়। এছাড়া মাইদুগুরির এক পশুর হাটে আত্মঘাতি বোমা হামলা চালালে অন্তত ২০ জন নিহত হয়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেন বোকো হারামের বিরুদ্ধে যুদ্ধরত সেনা সদরদপ্তর রাজধানী আবুজা থেকে মাইদুগুরিতে স্থানান্তরিত করা হবে।

ওদিকে নিজেরের প্রেসিডেন্ট মাহামাদৌ ইসেৌফেৌ বলেছেন বোকো হারামের সঙ্গে লড়তে একটি সম্মিলিত বাহিনী তৈরী হচ্ছে। চাদ নিজের ও ক্যামেরুনের পক্ষ থেকে জঙ্গীদের সঙ্গে যুদ্ধে নাইজেরিয়াকে সহায়তা করা হচ্ছে।

XS
SM
MD
LG