হ্যাঁ, রেকর্ড করলেন, ইতিহাস গড়লেন – জ্যামাইকা তথা বর্তমানে দৌড়ের মাঠে দ্রুততম মানব তার বিদ্যুতের গতি নিয়ে ২শো মিটার দৌড়পথ পেরিয়ে গেলেন - উসেইন বোল্ট।
পরপর দুই অলিম্পিকে স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়ানের মানরক্ষাকারী দ্বিতীয দৌড়বিদ।
জ্যামাইকার জন্য আরও আনন্দের খবর ২শো মিটার দৌড়ে দ্বিতীয় হলো বোল্টের তীব্র প্রতিদ্বন্দ্বী তারই দেশের ইওহান ব্লেক আর তৃতীয় আরেক জ্যামাইকান ওয়ারেন উইয়ার। অর্থাত্ অলিম্পিকে পুরুষদের ২শো মিটার দৌড়ে জ্যামাইকার জয়-জয়কার।
পরপর দুই অলিম্পিকে স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়ানের মানরক্ষাকারী দ্বিতীয দৌড়বিদ।
জ্যামাইকার জন্য আরও আনন্দের খবর ২শো মিটার দৌড়ে দ্বিতীয় হলো বোল্টের তীব্র প্রতিদ্বন্দ্বী তারই দেশের ইওহান ব্লেক আর তৃতীয় আরেক জ্যামাইকান ওয়ারেন উইয়ার। অর্থাত্ অলিম্পিকে পুরুষদের ২শো মিটার দৌড়ে জ্যামাইকার জয়-জয়কার।