শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার উল্লাহ বাংলা টিম-এর দু’জন গ্রেফতারকৃত সদস্যের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য এবং বোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে যে বিস্ফোরক উদ্ধার করা হয় তার মধ্যে কয়েকটি ইতোমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। বাকিগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের নবগঠিত কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এই পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি জঙ্গী তৎপরতায় উদ্বুদ্ধকরণের বইপত্র পাওয়া গেছে। তিনি বলেন, এটি যে জঙ্গীদের আস্তানা তা আলামতে স্পষ্ট। তবে কতো বিস্ফোরক উদ্ধার করা হয়েছে তার বিস্তারিত কিছুই এখনো পর্যন্ত জানানো হয়নি। জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু