অ্যাকসেসিবিলিটি লিংক

অমর একুশে বই মেলায় নতুন সংযোজন শিশু কর্নার


বাংলাদেশে শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে এবারে অমর একুশে বই মেলায় শিশু প্রহর নামে একটি আলাদা কর্নার করা হয়েছে। শিশুদের চাহিদার কথা মাথায় রেখে লেখক ও প্রকাশকরা শিশুদের প্রিয় সব কার্টুন ও কমিকস চরিত্রগুলো তুলে ধরছেন মলাটের ভেতরে। তবে বাচ্চারা মেলায় এসে ছড়া ও কবিতার বই না খুঁজে তারা টিভি সিরিজের কার্টুন ক্যারেক্টার গুলোর বই খুঁজে বাড়াচ্ছেন।

কিছু কিছু বাচ্চাদের মধ্যে ভিন্নতা দেখা গেছে। প্রজুক্তির যুগে বাচ্চারা এখন ভিজুয়ালি কিছু শিখতে চায়। কথা হল বই মেলায় ঘুরতে আশা একজন মা ডঃ নাজমিন সুলতানার সাথে। তিনি বললেন, বাচ্চাদের যেন বাংলার প্রতি আগ্রহ সৃষ্টি হয় তার জন্য বই মেলায় আসা।

মেলায় অনেক শিশুরা এসেছেন যারা এখনও পরা শিখেনি। তাদের মায়েরা বই মেলা থেকে বই কিনে পড়ে শোনাবেন। ছোট বাচ্চাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা এবং বাংলাদেশের কবি ও সাহিত্যিকদের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই বাবা-মা বাচ্চাদেরকে নিয়ে বই মেলায় আসছেন। তারা তাদের বাচ্চাদের গড়ে তুলতে চান আদর্শ মানুষ হিসেবে। ঢাকা থেকে নাসরিন হুদা বিথী।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG