কলকাতার সল্ট লেকের সেন্ট্রাল পার্কে আজ থেকে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা শুরু হয়েছে। পুস্তক মেলার শুভ উদ্বোধন করেন পশ্চিম বংগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারের বইমেলার ফোকাল থিম ছিল প্রাচীন মায়ান সভ্যতার পীঠস্থান মধ্য আমেরিকার ক্ষুদ্র একটি রাজ্য গুয়াতেমালা।
এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়েছে অনেক কটি দেশ। যার মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন, জাপান, ভিয়েতনাম এবং ১১টি লাতিন আমেরিকার দেশসহ ইরান।
কলকাতা বই মেলা নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষরায়ের সংগে কথা বলছেন তাহিরা কিবরিয়া। বিস্তারিত শুনতে অডিওতে চাপ দিনঃ