অ্যাকসেসিবিলিটি লিংক

নিউইয়র্কে চলছে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে ২৬তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা। শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউর পিএস-৬৯-এ শুরু হওয়া তিন দিনব্যাপী এই উৎসব চলবে রবিবার পর্যন্ত। আর এর উদ্বোধন করেন বিশিষ্ট লেখক এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। এরপর মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠানমালা।
এবারের উৎসবে বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিক, লেখক ও প্রকাশকেরা যোগ দিয়েছেন। আমন্ত্রিত অতিথি হিসাবে সেখানে রয়েছেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার। আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার খবর জানতে তাঁর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেন তাওহীদুল ইসলাম।
please wait

No media source currently available

0:00 0:06:58 0:00

XS
SM
MD
LG