অ্যাকসেসিবিলিটি লিংক

ঠাকুরগাঁও এর ধর্মগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত


বাংলাদেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও জেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সূত্রে জানা গেছে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে এবং নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম বলে শনাক্ত করা হয়েছে। বিজিবি এর পক্ষ থেকে বিএসএফ এর কাছে এ ঘটনার প্রতিবাদ জানান হয়েছে। গত কয়েক বছর যাবত দুইদেশের সীমান্ত রক্ষী বাহিনী এবং মন্ত্রী ও কূটনীতিক পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যা বন্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও তার বাস্তবায়ন এখনো পুরপুরি হয়নি ।

বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের দেয়া তথ্য মোতাবেক ২০১৮ সালে গুলিতে এবং শারীরিক নির্যাতনে বাংলাদেশ-ভারত সীমান্তে অন্তত ১৪ জন বাংলাদেশি নিহত এবং অপর ১৫ জন আহত হয়েছেন। সংস্থাটির দেয়া হিসেব অনুযায়ী সীমান্তে একই বছর অপহরণের শিকার হয়েছেন ১৩ জন বাংলাদেশি যাদের কেউই এখনো ফেরত আসেন নাই।

ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।

XS
SM
MD
LG