অ্যাকসেসিবিলিটি লিংক

দ্বিতীয়বার পরাজিত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন


এই নিয়ে দ্বিতীয়বার পরাজিত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন । আগাম নির্বাচন চেয়ে বৃটিশ পার্লামেন্টে যে প্রস্তাব দিয়েছিলেন তিনি বৃটিশ এম-পি’রা সে প্রস্তাব নাকচ করে দিয়েছেন । গত চব্বিশে জুলাই দায়িত্ব পাওয়ার পর থেকে এ নিয়ে পরপর ছ’বার পার্লামেন্টে পরাজিত হলেন জনসন। তবে তাঁর উত্থাপিত পার্লামেন্ট স্থগিত করার প্রস্তাবটি গত রাত থেকেই কার্যকর হয়েছে। সোমবার দিন জনসন জোরের সঙ্গেই ব’লেছেন– অক্টোবরেই ব্রেকজিট বা য়ুরোপিয় য়ুনিয়ন থেকে বৃটেনের নির্গমন কার্যকর হবে,নতুন আইন প্রস্তাবটি গৃহিত হওয়া সত্বেও । তবে কিভাবে সেটা করা যাবে বা ক’রতে হবে তা তিনি ব্যাখ্যা ক‘রে বলেননি । জনসন এই যে পার্লামেন্ট স্থগিত করালেন এতে বিরোধী যাঁরা প্রতিক্রিয়া ব্যক্ত ক’রেছেন তাঁদের মধ্যে রয়েছেন কমন্স সভার স্পীকার জন বার্কৌও ।

অক্টোবরের শেষাশেষি ব্রেকজিট বা য়ুরোপিয় য়ুনিয়ন থেকে নির্গমন, বাস্তবায়নে, প্রধানমন্ত্রীর হাতে এখন বিকল্প গুটিকয়েকই মাত্র রয়ে গেলো ।এরই একটি হ’লো য়ুরোপিয় য়ুনিয়নের নেতৃবর্গকে অক্টোবরের শেষভাগের শীর্ষ বৈঠকে নতুন একটা রফা সম্পাদনে সম্মত করানো অথবা সাংষদদেরকে রফা ছাড়াই নির্গমনে সম্মত করানো ।

XS
SM
MD
LG