অ্যাকসেসিবিলিটি লিংক

জোখার সারনায়েভ বাকী জীবন জেলে কাটাবে নাকি তার মৃত্যুদন্ড হবে


বস্টন ম্যারাথন বোমা হামলায় অভিযুক্ত জোখার সারনায়েভ বাকী জীবন জেলে কাটাবে নাকি তার মৃত্যুদন্ড হবে এ বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন এক জুরি।

বুধবার এই মামলার চুড়ান্ত শুনানীকালে জুরিরা তাদের বক্তব্য তুলে ধরেন। বলা হয় ঘটনার সময় জোখার সারনায়েভ তার বড় ভাই ট্যামারলিনের প্রভাবে প্রভাবিত ছিল। ট্যামারলিন পুলিশের গুলিতে নিহত হয়েছিল।

আইনজীবিরা বলেন বস্টন ম্যারাথন বোমা হামলার সময় জোখার যদিও মাত্র ১৯বছর বয়সী ছিল, কিন্ত সেটি এমন নয় যে তা ঠিক বেঠিক বোঝার বয়স নয়। সে ইরান ও আফগানিস্তানের বিপক্ষে যুক্তরাস্ট্রের যুদ্ধের প্রকিশোধ নিতে চেয়েছিল।

তাকে মৃত্যুদন্ড দিতে হলে এই মামলার ১২ জুরির সকলকেই একমত হতে হবে। ২০১৩ সালে বস্টন ম্যারাথন বোমা হামলায় ৩ জন নিহত ও ২৬৪ জন আহত হয়েছিল।

XS
SM
MD
LG