অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের বষ্টন ম্যারাথনে বোমা বিষ্ফোরণের দীর্ঘ উত্তেজনার অবসান



যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের ম্যাসেচুসেটস রাজ্যের আবাসিক এলাকায় দীর্ঘ উত্তেজনাকর পরিস্থিতির অবসান হয়েছে। আমেরিকার আইন বলবতকারী কার্মকর্তারা শুক্রবার দিন শেষে
বষ্টন ম্যারাথনে মারাত্মক বোমা বিষ্ফোরণের সন্দেহ ভাজন দুই ভাইএর দ্বিতীয় জনকে গ্রেপ্তার করেছে।

১৯ বছর বয়ষ্ক সন্দেহ ভাজন জাহার সারনায়েভকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে বষ্টনের বেথ ইস্রায়েল ড্যাকোনেস মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তার ভাই, সন্দেহ ভাজন ওপর ২৬ বছর বয়সী তামিলান পুলিশের গুলিতে নিহত হয় এবং জাহার দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ বষ্টনের ওয়াটারটাউন আবাসিক এলাকার একটি বাড়ীর পেছনে নৌকোর ভেতরে লুকিয়ে থাকা সারনায়েকে গুলি বিনিময়ের পর গ্রেপ্তার করে।

আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার তার সাপ্তাহিক ভাষণে বলেন, সন্দেহ ভাজনের তল্লাসীর অভিযান যে সফল হয়েছে তাতে এটাই প্রতিয়মান হয় আমেরিকানরা সন্ত্রাস বরদাস্থ করবে না।

শুক্রবার প্রেসিডেন্ট আরো বলেন কেন এবং কি কারনে বোমা বিষ্ফোরণ ঘটানো হয়েছে তা বিষোদ ভাবে জানা প্রয়োজন।

ওদিকে, রিপাবলিকান দলের সাপ্তাহিক ভাষণে রিপাবলিকান সেনেটর টিম ষ্কট বলেন, এই আক্রমেণে সন্ত্রাস মোকাবেলায় জাতির সংকল্প যে আরো দৃঢ় হয়েচে তা সুষ্পষ্ট।
XS
SM
MD
LG