অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাজিলের প্রেসিডেণ্ট নির্বাচন


ব্রাজিলের রোববারের প্রেসিডেণ্ট নির্বাচনে প্রথম অবস্থানে আছেন প্রেসিডেণ্ট ডিলমা রুসেফ। অবশ্য তিনি এ মাসের শেষ দিককার ফিরতি নির্বাচন এড়ানোর জন্যে যে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা প্রয়োজন ছিল তা অর্জন করতে ব্যর্থ হন।

রোববারের নির্বাচনে মিজ রুসেফ পেয়েছেন, ৪২ শতাংশ ভোট। ওদিকে তাঁর প্রতিদ্বন্দী সোশাল ডেমোক্রেট আসিও নেভেস পেয়েছেন প্রায় ৩৪ শতাংশ ভোট। অক্টোবরের ২৬ তারিখে ফিরতি দফার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রেসিডেন্ট রুসেফ প্রতি সমর্থন রয়েছে ব্রাজিলের শ্রমজীবী জনগোষ্ঠীর। তাঁর পূর্বসূরী ক্ষমতাবস্থায় দুই মেয়াদে বেশ কিছু সামাজিক উন্নয়ন প্রকল্প নিয়েছেন। সেই পূর্বসূরী, যাঁকে তিনি অনুসরণ করেন, তাঁর সফল প্রকল্পগুলোর কারণের মিজ রুসেফের এই জনপ্রিয়তা।

মিজ রুসেফ তাঁর শ্রদ্ধেয় বন্ধু স্বজন এবং সঙ্গীদের উদ্দেশ্য করে বলেছেন, ব্রাজিলের জনগণ আবার আমার প্রতি তাদের আস্থার প্রকাশ হিসেবে আমাকে প্রথম দফায় নির্বাচিত করেছে। আমাদের জন্যে, আমার দলের জন্যে এটি সপ্তম বিজয়।

অন্যদিকে প্রতিদ্বন্দী আসিও নেভেস বলেছেন, তার নির্বাচনে প্রতিদ্বন্দীতা জাতির জন্যে মঙ্গল বয়ে আনবে।

ব্রাজিলে ভোটদান বাধ্যতামূলক। এবং ১৮ থেকে ৭০ বছরের সবার জন্যেই এই নিয়ম প্রযোজ্য।

XS
SM
MD
LG