অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাজিলের প্রধান শহরগুলির হাসপাতাল ক্রমশই রোগী ধারণ ক্ষমতার উর্ধে চলে যাচ্ছে


ব্রাজিলের প্রধান শহরগুলিতে হাসপাতাল ক্রমশই রোগী ধারণ ক্ষমতার উর্ধে চলে যাচ্ছে। স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, গত সপ্তাহে দেশটিতে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক সংক্রমিত ব্যক্তির মৃত্যু হয়েছে। যার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

বায়োমেডিকাল সেন্টার ফিয়োক্রুজ অনুসারে, ১৫টি রাজ্যের হাসপাতালের কোভিড রোগীদের চিকিত্সার জন্য নিবিড় যত্নের ওয়ার্ডগুলি ধারণ ক্ষমতার কাছাকাছি চলে যাচ্ছে।

ফাইক্রুজ জানিয়েছে দক্ষিণ ব্রাজিলের পোর্তো আলেগ্রেতে কোনও নিবিড় পরিচর্যা ইউনিট খালি নেই (আইসিইউ) এবং অন্য দুটি রাজ্যের রাজধানীর হাসপাতালগুলো ধারণ ক্ষমতার উর্ধে চলে গেছে। স্বাস্থ্য মন্ত্রক বুধবার জানিয়েছে, গত ২৪ঘণ্টায় ২২৮৬জন মারা গেছে এবং নতুন করে প্রায় ৮০,০০০ মানুষ সংক্রমিত হয়েছে।

XS
SM
MD
LG