ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ডিলমা রুসেফের বিরুদ্ধে অভিশংসন বিচারের তৃতীয় দিন শেষ হয় শনিবার। সেনেটাররা দুই প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেন। প্রতিবাদী পক্ষ থেকে ওই দুই প্রত্যক্ষদর্শীকে ডাকা হয়।
প্রেসিডেন্ট পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত ৬৮ বছর বয়স্ক রুসেফের বিরুদ্ধে অভিযোগ যে তিনি ব্রাজিলের কেন্দ্রীয় বাজেট পরিচালনায় কিছু আইন লঙ্ঘন করেছেন।
সাবেক অর্থমন্ত্রী নেলসান এনরিকে বারবোসা এবং রিও ডি জেনেরো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসার রিকার্ডো লোডি সাক্ষ্য দেন যে রুসেফ আইন ভঙ্গ করেননি।
সোমবার রুসেফ সেনেটারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেনেটাররা তার পর তাকে প্রশ্ন করবেন।