সরকারিভাবে বৃটেনের ইইউ ত্যাগকে যতই অপরিবর্তনীয় বলে উল্লেখ করা হোক না কেন, গোটা ইংল্যান্ডজুড়ে ব্রেক্সিট বিরোধী মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সারা বৃটেন বিক্ষোভ ও প্রতিবাদমুখর হয়ে পড়েছে। যা বিশ্ব ইতিহাসেরও এক বিরল ঘটনা। জয়োৎসবের পরিবর্তে শোকের ছায়াটাই বেশি চোখে পড়ছে। চলতি সপ্তাহের গোড়ায় লন্ডনে কয়েক হাজার লোকের সমাবেশ তিন দিন পরেই পরিণত হয় লাখো জনতার ঢলে।
এ সম্পর্কে বিস্তারিত শুনুন লন্ডন থেকে পাঠানো মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদনে।