অ্যাকসেসিবিলিটি লিংক

টেরিজা মে’র মন্ত্রীসভায় বড় ধরনের বিপর্যয়


ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে ব্রেক্সিট-এর বিতর্কিত খসড়া চুক্তি নিয়ে লড়াই চালিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন। ব্রেক্সিট খসড়া চুক্তিতে সমর্থন দেওয়ার জন্য তিনি ব্রিটেনের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। মে’র দলের ভেতর থেকেই খসড়া চুক্তির সমালোচনা করা হয় এবং সমালোচকেরা বলছেন প্রস্তাবিত ঐ খসড়া ব্রিটেনকে ভাসমান একটি দেশে পরিণত করতে পারে এবং টেরিজা মে’কে পদত্যাগ করেতে বাধ্য করতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার খসড়া চুক্তিটি মন্ত্রীসভার অনুমোদন লাভ করে তবে বৃহস্পতিবারই ব্রেক্সিট মন্ত্রী ডোমিনিক র‌্যাব পদত্যাগ করেন এবং এর ঘণ্টা খানেক পর কর্মসংস্থান ও পেনশন বিষয়ক মন্ত্রির পদত্যাগসহ আরও কয়েকজন প্রতিমন্ত্রীর পদত্যাগে মে’র মন্ত্রীসভায় বড় ধরনের বিপর্যয় নেমে আসে।

XS
SM
MD
LG