অ্যাকসেসিবিলিটি লিংক

সাংবাদিক সৈয়দ নাহাস পাশা: যুক্তরাজ্যের নির্বাচনে অনিশ্চয়তা


Chelsea Pensioner Wayne Campbell is helped out of a polling station after casting his vote in the general election, London, Britain, May 7, 2015. REUTERS/Paul Hackett - RTX1BXP5
Chelsea Pensioner Wayne Campbell is helped out of a polling station after casting his vote in the general election, London, Britain, May 7, 2015. REUTERS/Paul Hackett - RTX1BXP5

আজ যুক্তরাজ্যে নির্বাচন হচ্ছে। স্থানীয় সময় রাত ১০টায় ভোটকেন্দ্রগুলো বন্ধ হবে।

ক্ষমতাসীন কনসার্ভেটিভ পার্টি এবং বিরোধী লেবার দলের মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা। কে জিতবে সেটা এখনও সুস্পষ্ট নয় বলে বলা হচ্ছে। কোন দলই যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে কোয়ালিশন সরকার গঠন করা হবে।

বেশ কয়েকটি ইস্যু এবারের নির্বাচনে প্রাধান্য পায়।

বাংলাদেশি বংশোদ্ভূত ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ৭জনই লেবার পার্টির। মহিলা প্রার্থীর সংখ্যা বেশি। এদের কয়েকজনেরই জয়লাভের সম্ভাবনা রয়েছে।

লন্ডনের সাপ্তাহিক জনমত পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে নির্বাচন পরিস্থিতি সম্পর্কে বলেন।

তার সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।

please wait

No media source currently available

0:00 0:04:52 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG