অ্যাকসেসিবিলিটি লিংক

বৃটেনের 5G টেলিফোন নেটওয়ার্ক থেকে অপসারণ করা হচ্ছে চীনের HUAWEI কে   


বৃটেনের বিশাল 5G নেটওয়ার্ক থেকে চীনের টেলি-কমিউনিকেশন সংস্থা, HUAWEI 'র অংশগ্রহণ বন্ধ করতে চলেছে বৃটেন I বৃটেনের এই সিদ্ধান্ত বেইজিংয়ের সঙ্গে তাদের সম্পর্ক আরো শীতল করে তুলবে, তবে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করবে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম জানায় I

বৃটেনের সাইবার সিকিউরিটি প্রধানরা জানান,HUAWEI সংস্থাটি ইতিমধ্যেই যেসব যন্ত্রপাতি সংস্থাপন করেছে, তা সরিয়ে ফেলার দায়িত্ব দেয়া হয়েছে বৃটেনের BT এবং VODAFONE সংস্থা দুটিকে I এসব অপসারণের জন্য তারা ২০৩০ সাল নাগাদ সময় চেয়েছেন; তবে ব্রিটিশ সরকার দ্রুত অপসারণ আশা করছেন I

XS
SM
MD
LG