অ্যাকসেসিবিলিটি লিংক

"প্রাকৃতিক বিপর্যয়ের মাঝে আমাদেরকে বিনয়ী হতে হবে - -প্রধানমন্ত্রী, বরিস জনসন


বিগত কয়েক সপ্তাহ ধরে বৃটেনের প্রধানমন্ত্রী, বরিস জনসনের ওপর জাতীয় লক ডাউন পুনরায় জারির করার চাপ বৃদ্ধি পাচ্ছিলোI করোনা ভাইরাস বৃটেনের জনজীবনকে আবারো গ্রাস করতে চলেছে I

প্রধানমন্ত্রী জনসন, অবশেষে জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামের নেয়া পদক্ষেপের প্রতি সাড়া দিয়ে বৃহস্পতিবার থেকে এক মাসের জন্য পুনরায় লক ডাউন জারি করতে চলেছেনI

বৃটেনে বিশ্ববিদ্যালয়, স্কুল খোলা থাকবে এবং নির্মাণ প্রকল্পগুলি কাজকর্ম বজায় রাখবে; তবে পাব, বার ও রেস্তোরাসমূহ বন্ধ করা হচ্ছেI যতটুকু সম্ভব লোকজনদের ঘরে বসে কাজকর্ম করার পরামর্শ দেয়া হয়েছেI

প্রধানমন্ত্রী, জনসন বলেন,"প্রাকৃতিক বিপর্যয়ের মাঝে আমাদেরকে বিনয়ী হতে হবেI এ ধরণের পদক্ষেপ জারি করতে কেউই চান না "I

XS
SM
MD
LG