বৃটেন লিবিয়ায় সামরিক পরামর্শকদের পাঠাচ্ছে আটকে পড়া বিদ্রোহী লড়াকুদেরকে মদত দিতে। বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ মঙ্গলবার বলেছেন – সামরিক পরামর্শকদের অভিজ্ঞ একটি দল বিদ্রোহীদের সাংগঠনিক, কৌশলগত এবং যোগাযোগ বিষয়ে বুদ্ধি-পরামর্শ জোগানের লক্ষে কাজ করবেন। হেগ বলেন, পরামর্শকেরা লিবিয়া সরকারের সৈন্যদের বিরুদ্ধে হামলা অভিযানে সংশ্লিষ্ট হবেন না বা অস্ত্র সম্ভারও সরবরাহ করবেন না ।
ইতিমধ্যে নেটো বিমান বহর মঙ্গলবার ভোরে লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছাকাছি অনেকগুলো লক্ষ্যের ওপর বোমা হামলা চালিয়েছে । ইতিমধ্যে জাতিসংঘের এক মূখপাত্র ফারহান হক বলেছেন – মুয়াম্মার গাদ্দাফি আন্তর্জাতিক একটি মূল্যায়ন দলকে মিসরাতায় যেতে দিতে রাজি হয়েছেন – ত্রিপোলিতে মানবিক তত্পরতার উপস্থিতির ব্যাপারে লিবিয়া সরকার সম্মত হয়েছে ।