ব্রিটেনের রক্ষণশীল প্রধানমন্ত্রী, এখনও চাইছেন উত্তর আয়ারল্যান্ডের Democratic Unionist Party ডিউইপি র সঙ্গে একটা মতৈক্যে আসতে। সরকার গঠন করার লক্ষ্যে তার যে সমর্থনের প্রয়োজন তিনি তাহলে তা পাবেন।
রবিবার টেরেজা মের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘কনফিডেন্স অ্যান্ড সাপ্লাই’ চুক্তি বিষয়ে আলোচনা, এ সপ্তাহে চুড়ান্ত হবে বলে মনে হয়। অর্থাৎ, পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব ও বাজেট পাসের ক্ষেত্রে ডিউইপি কনজারভেটিভ পার্টিকে সমর্থন দেবে। এর বিপরীতে কনজারভেটিভ পার্টিও ডিইউপির কিছু কিছু কাজে তহবিল যোগাবে বা সমর্থন যোগাবে।
ডিইউপির এক বিবৃতিতে বলা হয় আলোচনা এ পর্যন্ত ইতিবাচক ছিল।