স্কটল্যান্ডের সর্বত্র আজ ঐতিহাসিক গণভোট হচ্ছে। গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে স্কটল্যান্ড ইংল্যান্ডের সঙ্গে তাদের ৩০৭ বছরের ঐক্য জোট বিচ্ছিন্ন করে তারা স্বাধীন রাষ্ট্র হবে কিনা।
বিপুল সংখ্যক লোক ভোট দিতে যাবে বলে মনে করা হচ্ছে। ৯৭ শতাংশ যোগ্য ভোটারের মধ্যে, চার কোটি ২০ লক্ষের বেশি মানুষ ভোট দেওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন।
সারা দেশে ২৬০০ ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন হ্যা বা না সূচক ভোট দিয়ে। গণভোটের প্রশ্ন হচ্ছে স্কটল্যান্ডের কি স্বাধীন রাষ্ট্র হওয়া উচিৎ।
সাম্প্রতিক জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে ঐক্য জোটের সমর্থকরা ৪-৫ শতাংশ ভোটে এগিয়ে আছে।
যারা বিচ্ছিন্ন হয়ে যাওযার বিরোধী তারা এই যুক্তি দিচ্ছেন যে হ্যা সূচক ভোট স্কটল্যান্ডের অর্থনীতির ক্ষতি করবে, এবং ১৭০৭ সালে ইংল্যান্ডের সঙ্গে যে মৈত্রী জোট গঠন করা হয় তা ভেঙ্গে দিলে সবার জন্যই জীবন যাত্রা বিঘ্নীত হবে।