অ্যাকসেসিবিলিটি লিংক

সাবেক রুশ গোয়েন্দার উপর বিষ প্রয়োগে সংশ্লিষ্টতার অভিযোগে, বৃটেন ২৩জন রুশ রাজনীতিকে বহিষ্কার করছে


Britain's Prime Minister Theresa May addresses the House of Commons on her government's reaction to the poisoning of former Russian intelligence officer Sergei Skripal and his daughter Yulia in Salisbury, in London, March 14, 2018.
Britain's Prime Minister Theresa May addresses the House of Commons on her government's reaction to the poisoning of former Russian intelligence officer Sergei Skripal and his daughter Yulia in Salisbury, in London, March 14, 2018.

বৃটেন, মস্কোর বিরুদ্ধে, ২৩জন রুশ রাজনীতিকে বহিষ্কার সহ বেশ কিছু প্রতিশোধমূলক ব্যবস্থার কথা ঘোষণা করেছে। এর আগে বৃটেন যখন রাশিয়াকে ব্যাখ্যা দিতে বলে যে সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপ্যাল ও তাঁর কন্যা ইউলিয়ার ওপর, ইংল্যান্ডের একটি শহর সলসবেরিতে কিভাবে সোভিয়েট আমলের মারাত্মক নার্ভ বিষ প্রয়োগের ঘটনা ঘটে, রাশিয়া তা উপেক্ষা করে।

বৃটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে হাউস অফ কমন্সে সংসদ বিধায়কদের সামনে ওই ঘোষণা করেন। তিনি বলেন বৈরী বিদেশী রাষ্ট্রের তৎপরতা থেকে বৃটেনকে রক্ষা করার জন্য তাঁর সরকার আইন প্রণয়ন করবে এবং গুপ্তচরবৃত্তি দমনের লক্ষ্যে নতুন আইন প্রণয়নের কথা বিবেচনা করবে। টেরেসা মে অন্যান্য পদক্ষেপের মধ্যে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভের পরিকল্পিত সফরসহ, বৃটেন ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ আপাতত বন্ধ করেছে।

বিষ প্রয়োগে সংশ্লিষ্টতার কথা রাশিয়া অস্বীকার করেছে।

XS
SM
MD
LG