অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে আরও সৈন্য পাঠাচ্ছে বৃটেন


এই মুহুর্তে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার নয়, বরং আরও ৫০ জন্য সৈন্য পাঠাবে বৃটেন। পোলান্ডের রাজধানী ওয়ারশতে চলমান ন্যাটো সম্মেলনে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের এ ঘোষণা দেয়ার কথা রয়েছে। ক্যামেরন ইতিমধ্যেই বলেছেন, ইউরোপ থেকে বেরিয়ে আসলেও বিশ্ব পরিস্থিতিতে অগ্রণী ভূমিকাতেই থাকবে বৃটেন। আফগানিস্তানে এখন ৪৫০ জন বৃটিশ সৈন্য রয়েছে। এ বছরের শেষের দিকে সৈন্য প্রত্যাহারের কথা ছিল। কিন্তু সেখানকার পরিস্থিতি অবনতি হওয়ায় ফের সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বৃটেন। অতিরিক্ত যে ৫০ জন সেনা পাঠানো হচ্ছে তারা মূলত আফগান বাহিনীকে প্রশিক্ষণ দিবে। এরমধ্যে ২১ জন যোগ দিবেন সন্ত্রাসবিরোধী মিশনে। ১৩ জন ন্যাটোর রেজোলিউট সাপোর্ট মিশনে এবং ১৫ জন আফগান সেনাবাহিনীর প্রশিক্ষণ একাডেমিতে যোগ দিবেন। বৃটিশ কর্মকর্তারা বলছেন, জঙ্গিগোষ্ঠী তালেবানের বিরুদ্ধে কোন কমব্যাট অপারেশনে অংশ নেবেন না তারা। ২০১৪ সনের অক্টোবরে আফগান বাহিনীর কাছে নিয়ন্ত্রণ হস্তান্তর করে ইউকে। এর আগে আফগানযুদ্ধে অংশ নেয়া বৃটিশ বাহিনীর ৪৫৩ জন সেনা নিহত হয়। ওদিকে, আফগান সরকারকে অতিরিক্ত ১৭৮ মিলিয়ন পাউন্ড দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বৃটেন।
মতিউর রহমান চৌধুরী, লন্ডন থেকে

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG