অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা মামলায় তিন জঙ্গির মৃত্যুদন্ড বহাল


এক যুগ আগে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ তিন জঙ্গির মৃত্যুদন্ড বহাল রেখেছে হাইকোর্ট। দুই আসামির যাবজ্জীবন কারাদন্ডও বহাল রাখা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। হাইকোর্ট নিম্ন আদালতের রায়ই বহাল রেখেছে বলে জানিয়েছেন ডেপুটি এটর্নি জেনারেল একেএম মনিরুজ্জামান।

অন্যদিকে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আলী। সিলেটে হযরত শাহজালালের (র.) মাজার প্রাঙ্গণে ২০০৪ সালের ২১শে মে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। ওই হামলায় তিনি আহত হন। নিহন হন দুই পুলিশ কর্মকর্তা। ২০০৮ সালের ২৩শে ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করে। আসামিরা এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। বৃহস্পতিবার হাইকোর্ট আসামিদের আপিল খারিজ করে দেয়। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG