অ্যাকসেসিবিলিটি লিংক

প্যারিস আক্রমণে সন্দেহভাজন সালাহ আব্দেসলামের বিরুদ্ধে ব্রাসেলসে মামলা শুরু হয়েছে


Salah Abdeslam
Salah Abdeslam

প্যারিস আক্রমণে সন্দেহভাজন সালাহ আব্দেসলামের বিরুদ্ধে সোমবার ব্রাসেলসে মামলা শুরু হয়েছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে এটি প্রথম মামলা। কড়া নিরাপত্তার মাঝে বিচার শুরু হয়। আদালত কক্ষে মানুষের প্রচন্ড ভিড় ছিল।

আদালতে উপস্থিত সাংবাদিকরা বলেছেন ২৮ বছর বয়স্ক আব্দেসলামকে ঘিরে ছিল নিরাপত্তা রক্ষীরা। বিচারক যখন তার পরিচয় দিতে বলেন বা উঠে দাড়াতে বলেন, আব্দেসলাম তা করতে অস্বীকৃতি জানান। আরেক সন্দেহভাজন ব্যক্তি তিউনিশিয়ায় জন্মগ্রহণকারী সোফিয়েন আয়ারিও আদালতে উপস্থিত ছিলেন। আয়ারির বয়স ২৪।

২০১৫ সালের নভেম্বারে প্যারিসে যে হামলা হয় তাতে ১৩০জন নিহত হয়। মনে করা হয় যে ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের মধ্যে আব্দেসলামই শুধু বেচে আছে। কিন্তু আজকের মামলা হচ্ছে মার্চের একটি ঘটনাকে কেন্দ্র করে। আব্দেসলাম যখন পলাতক ছিল তখন পুলিশের সঙ্গে গুলি চালনার এক ঘটনার বিষয়ে আজ শুনানী হচ্ছে। তবে আজকের মামলার উপর নজর রাখা হচ্ছে কারণ মনে করা হচ্ছে ২০১৬ সালের মার্চ মাসে ব্রাসেলসে অথবা নভেম্বারে প্যারিস আক্রমণের বিষয়ে সংশ্লিষ্টতা বা অন্য তথ্য হয়ত বেরিয়ে আসবে।

XS
SM
MD
LG