জম্মু কাশ্মীরের রাজৌরিতে অনুপ্রবেশের ছক বানচাল করে দিল সীমান্তরক্ষী বাহিনী। আজ ভারতীয় সময় ভোর বেলা কেরি সেক্টরে সীমান্তরক্ষীর গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে। তবে দুই জঙ্গি চম্পট দিয়েছে বলে খবর।সংবাদমাধ্যম সূত্রে খবর, কেরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর কাঁটাতারের এপারে মোতায়েন ছিল বিএসএফ। তখন মাঝরাতে একদল জঙ্গিকে এপাশে আসতে দেখতে পায় তারা। শুরু হয় গুলিবিনিময়। জঙ্গিরা প্রচণ্ড গুলিবর্ষণ শুরু করায় প্রায আধ ঘণ্টা ধরে চলে লড়াই। এর মধ্যে দুই জঙ্গি পালাতে সক্ষম হয়, এবং নিহত হন এক জঙ্গি ।
আজ ভোরে বিএসএফ তল্লাশি চালালে কাঁটাতারের ওপারে পাকিস্তানের দিকে নিহত জঙ্গির দেহ পাওয়া যায়। তার কাছ থেকে একটি একে সাতচল্লিশবন্দুক ও ছটি গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার হয়েছে।এ মাসের শুরুতে পাকিস্তান ওপাশ থেকে এপাশে একটি কুড়ি মিটার সুড়ঙ্গ খোঁড়ে, যাতে জঙ্গিরা মাটির তলা দিয়ে ভারতে ঢুকতে পারে। সাম্বার রামগড় সেক্টরে তল্লাশির সময় আন্তর্জাতিক সীমান্তের কাছে ওই সুড়ঙ্গের খোঁজ পায় বিএসএফ।