অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মায় ২০ বছরে এই প্রথম নির্বাচন হলো


বর্মায় ২০ বছরে এই প্রথম নির্বাচন হলো
বর্মায় ২০ বছরে এই প্রথম নির্বাচন হলো

সামরিক সরকার শাসিত বর্মায় ২০ বছরে এই প্রথম নির্বাচন হলো। কিন্তু বিরোধী দলগুলো ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ করে। ওদিকে প্রধান বৃহত্ শক্তিগুলো নির্বাচনের সমালোচনা করছে যে তা অবাধ ও নিরপেক্ষ নয়।

রবিবার ভোটকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার বেশ কয়েক ঘন্টা পরেও বর্মার সামরিক শাসক, যারা ভোট দিয়েছেন তাদের সংখ্যা কত বা কখন ফলাফল ঘোষণা করা হবে তা জানায়নি। বানিজ্যিক রাজধানী রেঙ্গুন থেকে পাওয়া খবরে বলা হয় যারা ভোট দিয়েছেন তাদের সংখ্যা কম ছিল।রাস্তা ঘাট চুপচাপ এবং পুলিশ টহল দিচ্ছে।

XS
SM
MD
LG