অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত মিয়ানমার সম্পর্ক


Myanmar's State Counsellor Aung San Suu Kyi (L) reads a joint statement as Indian Prime Minister Narendra Modi
Myanmar's State Counsellor Aung San Suu Kyi (L) reads a joint statement as Indian Prime Minister Narendra Modi

পাকিস্তানী সীমানা অতিক্রম করে ভারত-বিরোধী জঙ্গীদের শিবির ভারতীয় সেনারা ধ্বংস করে দিয়ে এসেছে গত ২৯শে সেপ্টেম্বর। গত বছরের ১০ই জুন একই ভাবে মিয়ানমার সীমান্ত অতিক্রম করে ভারতীয় সেনারা নাগা জঙ্গীদের ওপর আক্রমণ চালিয়েছিল। তা অবশ্য ঘটেছিল ও দেশের সরকারকে জানিয়েই। পাকিস্তানের জঙ্গী শিবির ধ্বংস নিয়ে মোদি সরকার ও বিজেপি-র প্রচার এখন যেমন তুঙ্গে, তা মিয়ানমারে অভিযানের সময় দেখা যায় নি। কিন্তু, বন্ধু দেশ মিয়ানমার সরকারের প্রধান, পুরনো বন্ধু - সু চী ভারত সফরে এসে স্পষ্ট বার্তা দিয়েছেন, কোনও দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সামরিক অভিযান চালানোয় তাঁদের সায় নেই। এমন স্পষ্ট কথা ভারত সম্ভবত প্রত্যাশা করে নি। আসলে নিজেদের সার্বভৌমত্ব সম্পর্কে সব দেশই স্পর্শকাতর। ঘটনাচক্রে সু চী-র সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের ঘণ্টা দুয়েক আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী, কিরণ রিজু মিয়ানমার অভিযানের কথা প্রকাশ্য উল্লেখের পরেই কিন্তু মিয়ানমারের এই বার্তা।
কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG