বৃহস্পতিবার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র থেকে জানানো হয় যে উত্তরাঞ্চলীয় শান প্রদেশে পাঁচজন জাতিগোষ্ঠী সম্প্রদায়ের যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে I অনুমান করা হচ্ছে যে জাতীয় সামরিক বাহিনীর কর্মকর্তারা তাদের বন্দী করে রেখে পরে হত্যা করে I
প্রত্যক্ষদর্শীরা VOA বার্মা সার্ভিসকে জানান যে পাঁচটি যুবককেই গুলি করে হত্যা করা হয়েছে I স্থানীয় সূত্রে জাগানো হয়েছে এই পাঁচজন যুবক খেতে কাজ করতেন I শনিবার থেকেই তারা নিখোঁজ ছিল I