অ্যাকসেসিবিলিটি লিংক

বুরুন্ডিতে সংসদীয় নির্বাচন হচ্ছে যদিও বিরোধীরা নির্বাচন বয়কট করেছে


Election officials count votes on election day in Bujumbura, Burundi, June 29, 2015. (Photo: Edward Rwema / VOA)
Election officials count votes on election day in Bujumbura, Burundi, June 29, 2015. (Photo: Edward Rwema / VOA)

সোমবার বুরুন্ডিতে সংসদীয় নির্বাচন হবে যদিও বিরোধীরা নির্বাচন বয়কট করেছে এবং জাতিসংঘ সমালোচনা করেছে ও আফ্রিকী ইউনিযন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ ভাবে হবে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছে।

রাজধানী বুজুমবুরায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু শহরে বন্দুকের শব্দ শোনা গেছে, এবং অন্তত একটি গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেউ আহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।

অবশ্য ভোটদান ধীরে হচ্ছে বলে বলা হচ্ছে। অল্প সংখ্যক লোককে ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে।

আফ্রিকী ইউনিয়নের প্রধান এনকোসাজানা ডিলামিনি জুমা উদ্বেগ প্রকাশ করেছেন বুরুন্ডিতে তার কথায় “গুরুতর রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতির” বিষয়ে। আফ্রিকী ইউনিয়নের পর্যবেক্ষকরা সোমবারের নির্চবাচনে অংশ নিচ্ছেন না।

XS
SM
MD
LG