অ্যাকসেসিবিলিটি লিংক

বাসে বোমা বিস্ফোরণে পাকিস্তানে ৭ জন নিহত


পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসের ওপর বোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছে।

কর্তৃপক্ষ বলছে যে পেশাওয়ারের অদূরে আজকের ঐ আক্রমণে আরও চার জন আহত হয়েছে। পুলিশ বলছে যে যাত্রীদের আসনের নীচে ঐ বোমা পাতা ছিলো।

ঐ আক্রমণের দায় কেউ স্বীকার করেনি । হামলটি এমন সময় করা হলো যখন পাকিস্তান সেনাবাহিনী উপজাতীয় এলাকাগুলোতে তালিবান ও বিদেশী জঙ্গিদের বিরুদ্ধে কয়েক মাস ধরে আক্রমণ অভিযান চালিয়ে আসছে।

পেশাওয়ার পাকিস্তানের আধা স্বায়ত্বশাসিত উপজাতীয় এলাকার সীমান্তে অবস্থিত। পাকিস্তানি তালিবান নিরাপত্তা বাহিনী ও অসামরিক জনগণকে লক্ষ্য করে পেশাওয়ারে অনেক বোমা হামলা চালিয়ে আসছে।

.

XS
SM
MD
LG