অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতার মেট্রো রেলের গায়ে বিজ্ঞাপনে আপত্তি রাজ্যের শিক্ষা মন্ত্রীর


কলকাতার মেট্রো রেলে প্রতি ১০০ টাকা আয় করতে ব্যয় হয়ে যায় ২৬৫ টাকা। ভারতের এই প্রাচীনতম মেট্রোয় ভর্তুকির দায় কমাতে মেট্রো কর্তৃপক্ষ ভাবছেন, মেট্রো স্টেশনের নামের সঙ্গে কর্পোরেট সংস্থারা নিজেদের নাম জুড়ে দিতে পারবে একটা অর্থের বিনিময়ে। এমনকি, মেট্রোর রেকের গায়েও এ ভাবে বিজ্ঞাপন নেওয়া যেতে পারে।

ভারতেই গুরগাঁও, মুম্বাই ও দিল্লি মেট্রোয় স্টেশন ও রেকের এরকম বাণিজ্যিক ব্যবহার আগেই শুরু হয়ে গিয়েছে। বিদেশে তো এ রকম হয়েই থাকে। কিন্তু কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার এম সি চৌহানের এই প্রস্তাব শুনেই আপত্তি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, বিশিষ্ট মানুষদের নামে অধিকাংশ স্টেশনের নাম, সেই নামের সঙ্গে বাণিজ্যিক সংস্থার নাম জুড়লে সেটা তাঁদের অসম্মান করা হবে।

রাজনীতিক মহলের অবশ্য ধারণা, অধিকাংশ স্টেশনের নামকরণ করেছিলেন রেলমন্ত্রী থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেই নামের সঙ্গে বাণিজ্যিক নাম জুড়তে দল হিসেবে তৃণমূলের এত আপত্তি। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG